Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

ক্রমিক নং

সেবার ধরণ

সেবা প্রদানের সময়সীমা

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের স্থান

১.

(ক)

প্রশিক্ষণ সংক্রান্ত:

উদ্বুদ্ধকরণ:

 

 

বছরের বিভিন্ন সময়

 

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকাগণের সহযোগীতায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সিএস সহ অন্যান্য কর্মচারীগণ আলাপ আলোচনার মাধ্যমে উদ্বুদ্ধ করে থাকেন।

 

উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

(খ)

ভ্রাম্যমান প্রশিক্ষণ:

৭-১০দিন মেয়াদী কৃষি মৎস্য, পশুপালন ক্ষুদ্র ও কুঠির শিল্পসহ এলাকার চাহিদানুসারে বিভিন্ন ধরনের ৪১টি ট্রেডে ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স (অনাবাসিক ও অপ্রাতিষ্ঠানিক কোর্স)

মহাপরিচালকের কার্যালয় হতে উপজেলা কার্যালয়কে দেয়া বার্ষিক লক্ষমাত্রার আলোকে উপজেলা কার্যালয় কর্তৃক লক্ষমাত্রা পূরণের নিমিত্তে প্রায় প্রতিমাসেই একটি ব্যাচ (৩০জন) পরিচালনার জন্য বিজ্ঞপ্তি প্রদান ও আবেদনপত্র গ্রহণ করা হয়।

 

১৮-৩৫ বছর বয়সী নূন্যতম ৫ম শ্রেণী পাস প্রশিক্ষণে আগ্রহী যুব/যুব মহিলা উপজেলা কার্যালয় কর্তৃক নির্দেশিত তারিখ মোতাবেক উপজেলা কার্যালয়ে আবেদন করবেন। উপজেলা কার্যালয় আবেদনপত্রগুলি যাছাই বাছাই পূর্বক কমপক্ষে ৩০ জনের একটি তালিকা প্রস্তুত করে অনুমোদনের জন্য জেলা কার্যালয়ে প্র্র্রেরণ করবেন। জেলা কার্যালয় হতে অনুমোদন প্রাপ্তি স্বাপেক্ষে উপজেলা কার্যালয় কর্তৃক স্থানীয় চাহিদার ভিত্তিতে উপজেলা কার্যালয় বা কোন শিক্ষা প্রতিষ্ঠান বা যুবসংগঠনের কাযার্লয়ে প্রশিক্ষনৈর ব্যবস্থা করা হয়। উক্ত প্রশিক্ষণের কোন কোর্স ফি নাই।

 

 

 

উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

 

 

 

(গ)

জেলায় অবস্থিত যুব প্রশিক্ষণ কেন্দ্র ও অবশিষ্ট কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে প্রাতিষ্ঠানিক ট্রেডের যেসকল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় সেগুলো সম্পর্কে অবহিতকরণ ও উদ্ভুদ্ধকরণ।

বছরের বিভিন্ন সময়।

দুইমাস পনেরদিন মেয়াদী গবাদি পশু পালন, প্রাথমিক চিকিৎসা মৎস্যচাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ (আবাসিক) নূন্যতম শিক্ষাগত যোগ্যতা

৮ম শ্রেণী,

ফি-১০০/-;

একমাস মেয়াদী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্স (অনাবাসিক) নূন্যতম শিক্ষাগত যোগ্যতা-৮ম শ্রেণী, ভর্তি ফিস-৫০/-।

ছয়মাস মেয়াদী মর্ডাণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এপ্লিকেশন কোর্স (অনাবাসিক) নূনতম শিক্ষাগত যোগ্যতা এইচ,এস,সি ভর্তি ফিস-৫০০/-।

৩/৬মাস মেয়াদী পোষাক তৈরী ও দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ কোর্স (অনাবাসিক) শুধুমাত্র মহিলাদের জন্য, নূন্যতম শিক্ষাগত যোগ্যতা-৮ম শ্রেণী, ভর্তি ফিস-৫০/-

ছয়মাস মেয়াদী কম্পিউটার বেসিককোর্স (অনাবাসিক) শিক্ষাগত যোগ্যতা-এইচএসসি, ভর্তি ফিস-১০০০/-।

ছয়মাস মেয়াদী ইলেক্ট্রনিক্স প্রশিক্ষণকোর্স (অনাবাসিক) নূন্যতম শিক্ষাগত যোগ্যতা-এসএসসি, ভর্তিফি৩০০/-।

ছয়মাস মেয়াদী ইলেক্সিকেল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণকোর্স অনাবাসিক নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী, ভর্তি ফি-৩০০/-

ছয়মাস মেয়াদী রিফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং প্রশিক্ষণকোর্স (অনাবাসিক) নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি, ভর্তি ফি-৩০০/-

 

১৮-৩৫ বছর বয়সী নূন্যতম নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বেকার যুবক/যুব মহিলা বিজ্ঞপ্তিতে প্রকাশিত তারিখ মোতাবেক উপজেলা কার্যালয়ে আবেদন করবেন। উপজেলা কার্যালয় আবেদনপত্রগুলি যাছাই বাচাই করে জেলা কার্যালয়ে প্রেরণ করবেন (যেসকল বিষয়ে উপজেলা কার্যালয়ে আবেদন করতে হয় শুধু সেগুলোর বেলায়)। জেলা কার্যালয় আবেদনকারীদের পরীক্ষা গ্রহণ করে উপজেলার জন্য নির্ধারিত কোটা মোতাবেক চুড়ান্তভাবে প্রার্থী নির্বাচিত করে নির্বাচিতদের যুব প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণে ভর্তির জন্য প্রেরণ করবেন। এক্ষেত্রে নির্ধারিত ভর্তি ফি প্রযোজ্য্ এবং আবাসিক প্রশিক্ষণের ক্ষেত্রে প্রশিক্ষনার্থীগণ মাসিক ১২০০টাকা হারে প্রশিক্ষণ ভাতা পাবেন/তাছাড়া, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সরাসরি আবেদনপত্র গ্রহণ, বাছাই ও প্রার্থী নির্বাচনের মাধ্যমে স্ব স্ব প্রতিষ্ঠানে প্রশিক্ষনার্থীদেরকে ভর্তি করে থাকেন।

জেলায় অবস্থিত

যুব প্রশিক্ষণ কেন্দ্র

 ও অবশিষ্ট কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র।

 

আত্নকর্মসংস্থানে উদ্ভুদ্ধকরণ

 

বছরের বিভিন্ন সময়

প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ যুব ও যুব মহিলাদের তালিকা ও ঠিকানা অনুসারে যুব সংগঠনের মাধ্যমে ও বাড়ী বাড়ী গমন করে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট উপজেলার ক্রেডিট সুপারভাইজারগণ্ উদ্বুদ্ধ করে থাকেন।

 

 

উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

৩.

‌ঋণ সংক্রান্ত

ঋন র্কমসূচীর আওতায় প্রতিষ্ঠানিক কোর্সে শিক্ষিত যুবদের একক ঋণ প্রদান করা হয়। প্রাতিষ্ঠানিক ট্রেডে সর্বনিম্ন ১০,০০০/-টাকা হতে   সর্বোচ্চ ৫০,০০০/-টাকা এবং অপ্রাতিষ্ঠানিক ট্রেডে ৫,০০০/-টাকা হতে ২৫,০০০/-টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।

এক প্রশিক্ষিত যুব/যুব মহিলা উপজেলা কার্যালয়ে সাদা কাগজে আবেদনপত্র দাখিলের পর ৭-৩০ দিন (উল্লেখ্য ঋণের অর্থের বাজেট না থাকলে বা ঘর্নায়মান তহবিলে প্রয়োজনীয় স্থিতি না থাকলে উক্ত সময়ে তারতম্য হতে পারে)।

এক প্রশিক্ষিত যুব/যুব মহিলা উপজেলা কার্যালয়ে সাদা কাগজে আবেদনপত্র দাখিল করলে তার প্রকল্প পরিদর্শণ পূর্বক নীতিমালায় প্রদত্ত শর্ত মোতাবেক নির্বাচিত হলে তাকে ১০/-টাকার বিনিময়ে একটি নির্ধারিত আবেদন ফরম প্রদান করা হয়। অত:পর ফরমটি প্রয়োজনীয় কাগজপত্র সহ উপজেলা কার্যালয়ে জমা প্রদান করা হলে উহা পরীক্ষা নিরীক্ষা হলে সুপারিশসহ জেলা যুবঋণ অনুমোদন কমিটিতে এবং অপ্রাতিষ্ঠানিক হলে উপজেলা যুবঋণ কমিটিতে উপস্থাপন করা হয়। যুব ঋণ অনুমোদন কমিটি অনুমোদন সাপেক্ষে নীতিমালায় সকল শর্তাদি পূরণ পূর্বক একাউন্ট পেয়ী চেকের মাধ্যমে উপজেলা কার্যালয় হতে ঋন প্রদান করা হয়।

উপপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, মোল্লাপাড়া, কিশোরগঞ্জ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, নিকলী, কিশোরগঞ্জ।

 

 

৪.

অন্যান্য কার্যক্রম সংক্রান্ত যুব নের্তৃত্বের বিকাশে যুব সংগঠন তালিকাভূক্ত করা হয়।

যুব সংগঠন কর্তৃক উপজেলা কার্যালয়ে সাদা কাগজে আবেদন দাখিলের পর ৭-৩০ দিন

কোন যুব সংগঠন তালিকাভূক্তির জন্য উপজেলা কার্যালয়ে সাদা কাগজে আবেদনপত্র দাখিল করলে উক্ত সংগঠনটির কার্যক্রম পরিদর্শণ পূর্বক নীতিমালার চাহিত শর্তাদি মোতাবেক নির্বাচিত হলে উক্ত সংগঠনকে অধিদপ্তরের নির্ধারিত ফরম প্রদান করা হয়। অত:পর উক্ত সংগঠন প্রয়োজনী কাগজপত্র সহ আবেদনপত্র খানা উপজেলা কার্যালয়ে জমা করলে উহা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ সহ জেলা কার্যালয়ে প্রেরণ করা হয়। জেলা কার্যালয় পরীক্ষা নিরীক্ষান্তে তালিকা ভূক্তি করেন।

 

 

 

৫.

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনকে অধিদপ্তর কর্তৃক যুব কল্যন তহবিল বা অনুন্নয়ন খাত হতে অনুদান প্রদান করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়/ মহা পরিচালক এর কার্যালয় হতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্দেশিত তারিখ মোতাবেক উপজেলা কার্যালয়ে আবেদনপত্র গ্রহণ করা হয়।

যুব সংগঠন কর্তৃক নীতিমালার আলোকে শর্তাদি পূরণ সাপেক্ষে নির্ধারিত ফরমে উপজেলা কাযালয়ে আবেদনপত্র দাখিল করলে উপজেলা কার্যালয় প্রাপ্ত আবেদনপত্র সমূহ যাছাই বাছাই পূর্বক উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সুপারিশসহ জেলা কার্যালযে প্রেরণ করেন। অত:পর জেলা কার্যালয় উহা আরো পরীক্ষা নিরীক্ষান্তে জেলা প্রশাসক মহোদয়ের সুপারিশ সহ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে প্রেরণ করেন। পরবর্তীতে

ক্ষেত্রভেদে মন্ত্রনালয় বা অধিদপ্তরের প্রধান কার্যালয় হতে সংগঠনকে অনুদান প্রদান করা হয়।

 

 

 

৬.

প্রজনন স্বাস্থ্য ও জেন্ডার ব্যালেন্স উন্নয়ন ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও মাদক বিরোধী অভিয়ান,এইচআইভি/এইডস প্রতিরোধ, সামাজিক রীতিনীতি, মূল্যবোধ, সুশাসন, দূযোর্গ ব্যাবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, জনসংখ্যা নিয়ন্ত্রন ও পরিবার কল্যান ইত্যাদি বিষয়ে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধি করণ।

 

বছরের বিভিন্ন সময়ে

 

ভ্রাম্যমান প্রশিক্ষণ চলাকালে ও যুব সংগঠনের মাধ্যমে।

 

উপজেলার বিভিন্ন ইউনিয়নে।